Friday, November 20, 2015
মন্ত্র প্রথম
জয় হনুমান বারা বর্ষ কা জবান
হাত মে লাড্ডু মুখ মে পান
হাঁক মারত আয় বাবা হনুমান
মেরী ভক্তি গুরু কি শক্তি
ফুঁরও মন্ত্র ঈশ্বর বাচা
শত্রু দ্বারা ঘিরে যাবার , আক্রান্ত হবার আশংকা হলে এই মন্ত্র পাঁচ বা সাত বার তাতে আসন্ন সমস্ত বিপদ ও আপদ থেকে মুক্তি পেতে এই মন্ত্র তার সাধকে রক্ষা করে ।
এই মন্ত্র জপলে সাধকে সুরক্ষা দেয় । এই মন্ত্র জীবনের বহু সংকট থেকে মুক্তি পাওয়া যায় ।
Tuesday, November 17, 2015
শাবর মন্ত্র সাধনা
বিধিবদ্ধ মন্ত্র জপের দ্বারা মন্ত্র উচ্চারণ এর বিশিষ্ট ধ্বনি তরঙ্গ এর স্পর্শে অভীষ্ট শক্তি কে প্রভাবিত করা যায় ।সেই শক্তি অনুকুল করা যায় । কিছু লোকে মানে শবর জাতির মানুষেরা শিব উপাসক ।তারা শিব জী র উপাসক হবার কারনে অন্তঃ প্রেরণা থেকে গ্রামীণ ভাষায় শিবকে কোন অবাঞ্ছিত ঘটনা যাতে না ঘটে তার প্রার্থনা জানাতেন তাই তাদের কাছে প্রভাবশালী ও সিদ্ধ মনে হত । রায় বারেলি জেলায় লোনা চামারিন এক সিদ্ধ সাধিকা ছিল । আজও তার নামে দুহাই দিয়ে আনেকে ঝাড় ফুক করে । শাবর মন্ত্রের আদি রচনাকারী কে ? এই প্রশ্নের খুঁজতে না গিয়ে আমি বলতে চায় পার্বতী জী অনুরধে শিব জী তৈরি করেছেন । এটাই শাবর মন্ত্র । ভারতীয় সাধু সন্তের মধ্যে নাথ পন্থী সাধুরা এই মন্ত্রের প্রসিদ্ধি এনেছে । তার মধ্যে বাবা মছনদর আর গুরু গরাখনাথ ভুমিকা আছে ।
শাবর মন্ত্রের দ্বারা সংসারের সমস্ত সমস্যা সমাধান সম্ভব ।
শাবর মন্ত্রের দ্বারা সংসারের সমস্ত সমস্যা সমাধান সম্ভব ।
Subscribe to:
Posts (Atom)